ইংল্যান্ডের এক সাবেক ফুটবল খেলোয়াড়কে সাবেক সঙ্গীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হলেও আইনি কারণে এখনও তার নাম প্রকাশ করা হয়নি।
ইংলিশ সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ওই ব্যক্তির পরিচয় পুলিশ নিশ্চিত করেছে। তবে আইনি বাধ্যবাধকতার কারণে নাম প্রকাশ করা সম্ভব হয়নি। এসেক্স পুলিশ জানিয়েছে, আরও তদন্তের জন্য তাকে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষের দিকে পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘দা সান’ জানায়, বিমানবন্দরের পাসপোর্ট নিয়ন্ত্রণ পয়েন্টে তাকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহ আগে তার সাবেক সঙ্গী এই অভিযোগ করেছিলেন। পুলিশ বর্তমানে ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
বিডি প্রতিদিন/মুসা