আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান সাইম আইয়ুব। ঘরোয়া ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের উজ্জ্বল পারফরম্যান্স তাকে এই সাফল্য এনে দিয়েছে।
২৩ বছর বয়সী আইয়ুব সিরিজে পাঁচ ইনিংসে ১১৮ রান করেছেন ১১৪.৫৬ স্ট্রাইক রেটে এবং চার ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন। বিশেষ করে শেষ দুই ম্যাচে তিনি যথাক্রমে ২৭ ও ৩৬ রান করে এবং প্রতিটি ম্যাচে একটি করে উইকেট নিয়েছিলেন। এই ধারাবাহিক পারফরম্যান্স তাকে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে ছাড়িয়ে শীর্ষস্থানে ফেরাতে সাহায্য করেছে।
বর্তমানে আইয়ুবের রেটিং ২৯৫ পয়েন্ট, আর রাজা রয়েছেন দ্বিতীয় স্থানে ২৯০ পয়েন্ট নিয়ে।
বিডি প্রতিদিন/মুসা