আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের প্রতিদান মিলেছে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ব্যাটসম্যানদের তালিকায় বড় অগ্রগতি করেছেন পারভেজ হোসেন, উন্নতি হয়েছে ২১ ধাপ।
বুধবার প্রকাশিত সাপ্তাহিক আপডেটে দেখা যায়, প্রথম দুটি ম্যাচে উইকেটহীন থাকার পর সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণ ছন্দে ফেরেন মুস্তাফিজ। ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেওয়ায় উন্নতি ঘটে তার র্যাঙ্কিংয়ে। বর্তমানে তিনি বাংলাদেশের সর্বোচ্চ র্যাংকধারী টি-টোয়েন্টি বোলার, ক্যারিয়ার সেরা পঞ্চম স্থান থেকে তিন ধাপ দূরে অবস্থান করছেন।
বোলারদের তালিকায় আরও উন্নতি করেছেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। তিন ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠেছেন অফ স্পিনার শেখ মেহেদি হাসান। লেগ স্পিনার রিশাদ হোসেন পাঁচ ধাপ লাফিয়ে এখন ১৫তম অবস্থানে। একইভাবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও পাঁচ ধাপ এগিয়ে পৌঁছেছেন ২৫তম স্থানে। পেসার তানজিম হাসান দুই ধাপ অগ্রগতি নিয়ে এখন অবস্থান করছেন ৩৫তম স্থানে। টি-টোয়েন্টি বোলারদের তালিকার শীর্ষে অপরিবর্তিত ভারতের বরুণ চক্রবর্তী।
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন পাকিস্তানের সাইম আইয়ুব। গত সপ্তাহে এক নম্বরে ওঠা জিম্বাবুয়ের সিকান্দার রাজা নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও বড় পরিবর্তন দেখা গেছে। শেষ দুই ম্যাচে ৪৩ ও অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলে পারভেজ হোসেন ইমন ২১ ধাপ লাফ দিয়ে ক্যারিয়ার সেরা ৩৮তম স্থানে পৌঁছেছেন।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন ওপেনার তানজিদ হাসান, শেষ ম্যাচে ফিফটি করেও এক ধাপ নিচে নেমে তিনি এখন ১৯তম স্থানে।
সবশেষে, টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের আভিশেক শর্মা।
বিডি প্রতিদিন/মুসা