আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে রেসিং ক্লাব ও টাইগারের মধ্যকার গুরুত্বপূর্ণ নকআউট লড়াইয়ে ঘটেছে অদ্ভুত এক ঘটনা। ম্যাচের চরম উত্তেজনার সময় স্নায়ুচাপে ভুগে ডাগআউটে বসেই ধূমপান করতে দেখা গেছে রেসিং কোচ গুস্তাভো কোস্তাসকে, অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।
সেমিফাইনালে ওঠার এই ম্যাচটি নব্বই মিনিট শেষে গোলশূন্য থাকায় গড়ায় পেনাল্টিতে। এই সময় উত্তেজনা ছিল চরমে। ঠিক তখনই টেনশন কমাতে ধূমপানের আশ্রয় নেন কোস্তাস।
লুকিয়ে সিগারেট টানার চেষ্টা করেছিলেন তিনি। বেঞ্চে বসে সহকারী কোচকে সামনে দাঁড়াতে বলেন, যাতে ক্যামেরার আড়ালে থাকা যায়। কিন্তু প্রচেষ্টায় সফল হননি; সম্প্রচার ক্যামেরা তাকে স্পষ্টভাবেই ধরেছে।
ম্যাচ শেষে অবশ্য রেসিংয়ের জয় উদযাপনে মেতে উঠেছেন কোস্তাস। দলটি পেনাল্টিতে জিতে সেমিফাইনালে উঠেছে।
তবে এখন আলোচনার কেন্দ্রবিন্দু, ডাগআউটে ধূমপানের কারণে কোচের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না।
বিডি প্রতিদিন/মুসা