ইউরোপিয়ান নারী ফুটবলে নিজেদের আধিপত্য আবারও প্রমাণ করল স্পেন। মাদ্রিদে ফিরতি লেগে জার্মানিকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী নেশনস লিগের শিরোপা জিতল বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথম লেগে জার্মানির মাঠে গোলশূন্য ড্র করেছিল দুই দল। সেদিন সুযোগ নষ্ট করায় আফসোসে ছিল জার্মানি। কিন্তু ঘরের মাঠে ফিরতি লেগে পুরো ম্যাচটাই নিজেদের দখলে নিয়ে নেয় স্পেন। আক্রমণ, বল দখল ও গতি-সবকিছুতেই এগিয়ে ছিল বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ক্লাউদিয়া পিনার দুর্দান্ত দুই গোল করে স্পেনকে এনে দেন বড় জয়ের স্বাদ। ৬১ মিনিটে বাম দিক থেকে কেটে ঢুকে এসথার গঞ্জালেসের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোলের সূচনা করেন তিনি।
৭ মিনিট পর তরুণ তারকা ভিকি লোপেজের দারুণ বাঁকানো শটে ব্যবধান হয় ২-০। আর ৭৪তম মিনিটে মাঝমাঠ থেকে একাই দৌড়ে এসে বুলেটগতির শটে জালের ঠিকানা খুঁজে নেন পিনা, নিশ্চিত করেন স্পেনের শিরোপা।
ফ্রান্সকে হারিয়ে প্রথম আসর জয়ের পর এবারও শিরোপা ধরে রাখল স্পেন নারী দল। ইউরোপিয়ান ফুটবলে তাদের আধিপত্য আরও একবার স্পষ্ট হলো এই জয়ে।
বিডি-প্রতিদিন/তানিয়া