ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিলেন জাতীয় দলে জায়গা পেতে হলে যে কেউ ১০০ শতাংশ ফিট থাকতে হবে। নেইমার হোক বা ভিনিসিয়ুস জুনিয়র, কারও ক্ষেত্রেই নিয়ম ভাঙা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন এই ইতালিয়ান কোচ। তার ভাষায়, ‘কেউ যদি ৯০ শতাংশ ফিট থাকে, আর অন্য কেউ শতভাগ ফিট থাকে, আমি শতভাগ ফিট খেলোয়াড়কেই ডাকব।’
ব্রাজিলের টিভি চ্যানেল ‘রেকর্ড’-এর ‘স্পোর্ত রেকর্ড’ অনুষ্ঠানে এমন কড়া বক্তব্য দেন আনচেলত্তি। তিনি আরও জানান, ব্রাজিল দলে প্রতিযোগিতা এতটাই বেশি, বিশেষ করে আক্রমণভাগে, যে এখানে অর্ধেক ফিট নিয়ে জায়গা পাওয়ার সুযোগ নেই কারোরই।
চোটে জর্জরিত নেইমার দুই বছরের বেশি সময় ধরে ব্রাজিলের জার্সি গায়ে নামতে পারেননি। ২০২৩ সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়ার পর অস্ত্রোপচার হয় তার। এরপর ক্লাব ফুটবলে ফিরলেও নিয়মিত খেলতে পারছেন না; একের পর এক চোটে ভুগছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
সান্তোসের হয়ে সম্প্রতি হাঁটুর চোট নিয়েই মাঠে নেমে গোল করলেও তার শারীরিক অবস্থা নিয়ে বেশ শঙ্কা আছে। নেইমারের দুর্ভাগ্য নিয়ে সহানুভূতি প্রকাশ করে আনচেলত্তি বলেন, ‘সে অসাধারণ প্রতিভা। দুর্ভাগ্য যে বারবার চোটে পড়ে এবং ভালো শারীরিক অবস্থায় থাকতে পারে না।’
তবে আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি, নেইমারকে আবারও দলে দেখা যেতে পারে যদি তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরে আসতে পারেন, এমনটাই ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ, ‘নেইমার এখনও বাকিদের সমান অবস্থানে আছে, কারণ সে তার প্রতিভা আগেই দেখিয়েছে।’
এ বছর আর কোনো ম্যাচ নেই ব্রাজিলের। আগামী বছরের মার্চে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাও। এরপরই ঘোষণা করা হবে ২০২৬ বিশ্বকাপের স্কোয়াড।
বিডি প্রতিদিন/মুসা