‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ঝালকাঠিতে তিন দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ঝালকাঠি পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় গুয়াটন হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে জয় পায় নলছিটি সরকারি ডিগ্রি কলেজ দল। টুর্নামেন্টে জেলার চারটি উপজেলা থেকে মোট ১২টি কলেজ দল অংশ নিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন খান ধলু এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
স্টেডিয়ামের চারপাশের গ্যালারিতে শত শত ফুটবলপ্রেমী খেলা উপভোগ করতে উপস্থিত হন। একটি গোলের পর গ্যালারিতে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
আগামী ৫ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/হিমেল