দুঃসময়ের গভীরে আরও একধাপ নিচে নামল শেফিল্ড ওয়েন্সডে। খেলোয়াড় ও স্টাফদের বেতন পরিশোধে ব্যর্থ হওয়ায় ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ ক্লাবটির আরও ছয় পয়েন্ট কেটে নিয়েছে। ফলে চ্যাম্পিয়নশিপে তাদের পয়েন্ট নেমে গেছে ঋণাত্মক -১০ এ, নিরাপদ অবস্থান থেকে পিছিয়ে পড়েছে ২৭ পয়েন্ট।
শুধু ক্লাবই নয়, বড় শাস্তি পেয়েছেন দলটির সাবেক মালিক দেইফন সানসিরিরিকাও। তিন বছরের জন্য কোনো ক্লাবের মালিকানা কেনা নিষিদ্ধ হয়েছে তার জন্য। পাশাপাশি, ইএফএলের কোনো ক্লাবে তিনি পরিচালক হিসেবেও কাজ করতে পারবেন না।
বিবিসি রেডিও শেফিল্ড জানিয়েছে, গত মার্চ, মে ও জুন মাসের বেতন পরিশোধে ব্যর্থ হওয়ায় এ শাস্তি দেয়া হয়েছে শেফিল্ড ওয়েন্সডেকে। এর আগে গত অক্টোবরে আর্থিক অনিয়মের কারণে দলটির ১২ পয়েন্ট কাটা হয়েছিল।
মাঠের লড়াইয়েও পরিস্থিতি ভয়াবহ। চলতি মৌসুমে ১৮ ম্যাচে মাত্র একটি জয় ও পাঁচটি ড্র নিয়ে ক্লাবটির সংগ্রহ ৮ পয়েন্ট। কিন্তু মোট ১৮ পয়েন্ট কেটে নেওয়ায় এখন তারা পয়েন্ট তালিকার একেবারে তলানিতে, এবং অবনমন প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা