আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মুখোমুখি বাংলাদেশ। সিরিজে ১-১ সমতা থাকায় চট্টগ্রামে আজকে অলিখিত ফাইনালে মাঠে নেমেছে টাইগাররা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টারলিং।
সিরিজের প্রথম ম্যাচে একদমই লড়াই করতে পারেনি বাংলাদেশ। পরের ম্যাচে একটা সময়ে সহজ জয়ের পথে থাকলেও শেষদিকে তালগোল পাকায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত মোহাম্মদ সাইফ উদ্দিনের ছোট্ট কিন্তু কার্যকর এক ইনিংসে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজ নিজেদের সবশেষ ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
দলে এসেই একাদশে সুযোগ পেয়েছেন শামীম হোসেন। ফিরেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। বাদ পড়েছেন নুরুল হাসান সোহাস, নাসুম আহমেদ ও তানজিম হাসান। স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচেই খেলা হলো না মাহিদুল ইসলামের।
বাংলাদেশের মতো তিনটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ডও। দলে ফিরেছেন কার্টিস ক্যাম্ফার। সিরিজে প্রথমবার খেলছেন ক্রেইগ ইয়াং ও বেন হোয়াইট। বাদ পড়েছেন বেন কালিৎজ, জশ লিটল ও ব্যারি ম্যাককার্থি।
বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিজ, ক্রেইগ ইয়াং, বেন হোয়াইট, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লর্কান টাকার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ