ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের কোচিং চেয়ারে বসা মানেই তীব্র চাপ—যা এখন তীব্রতরভাবে টের পাচ্ছেন জাবি আলোনসো। মাঠের ফল নয়, ড্রেসিংরুমের ভেতরও সম্পর্কের টানাপোড়েন—সব মিলিয়ে কঠিন এক সময় পার করছেন তিনি। ক্লাব কর্তাদের ধৈর্যও নাকি দ্রুত ফুরিয়ে আসছে।
ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি সবসময়ই ফল চায়, ইতিবাচক ফল। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির ডাগ-আউট সামলানোর চাপ ক্রমেই জাবিকে পিষ্ট করছে। মাঠে কাঙ্খিত ফল তো আসছেই না তার ওপর রিয়ালের অনেক ফুটবলার নাকি কোচের সঙ্গে বিদ্রোহ করছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল হয়ে পড়েছে জাবির জন্য। আর দলকে জয়ের ধারায় ফেরাতে না পারেলে শিগগিরই চাকরি হারাতে পারেন ক্লাবটির সাবেক ফুটবলার।
লিগে সবশেষ তিন ম্যাচেই জয়হীন লস ব্লাঙ্কোসরা। সবশেষ পাঁচটি প্রতিযোগিতামূলক ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় দেখেছে মাত্র একটিতে। তাতে লিগে শীর্ষস্থান হারাতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে।
এই ছন্দহীনতার মধ্যেই লা লিগায় আগামীকাল রাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি রিয়াল কোচ জাবির জন্য খুব কঠিন এক পরীক্ষ হতে যাচ্ছে। রিয়ালকে নিজেদের মাঠে আতিয়েতা দেবে অ্যাথলেটিকো। সবশেষ এই প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের হার নিয়ে ফিরতে হয়েছিল ভিনিসিয়ুস জুনিয়র-কিলিয়ান এমবাপেদের। এই ম্যাচে নিজেদের পক্ষে ফল না আনতে পারলে জাবির বহিষ্কারের সম্ভাবনা আরও প্রবল হবে সেটা নিশ্চিতই।
এদিকে মাঠে ছন্নছাড়া পারফরম্যান্সের প্রভাব পড়েছে ড্রেসিংরুমে। চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকসের বিপক্ষে জয়ের আগে গুঞ্জন উঠেছিল রিয়ালের কিছু খেলোয়াড় জাবির কোচিংয়ে খুশি নন। তবে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরার পর খানিকটা চাপা পড়ে সেই গুঞ্জনে। তবে লিগে আবার ড্র করার সঙ্গে ফিরে আসে চাপও।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এখনও কিছু খেলোয়াড় কোচের কাজের পদ্ধতিতে আস্থা রাখে না। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্লাবের একটি সূত্র মনে করছে আলোনসো ‘অত্যন্ত কঠিন’ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।
রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচগুলো ‘ফলাফল’ এবং ‘প্রতিষ্ঠার’ জন্য গুরুত্বপূর্ণ, যা বোঝায়—যদি আলোনসো পারফরম্যান্স উন্নত করতে না পারেন, তার অবস্থানের উপর চাপ আরও বৃদ্ধি পেতে পারে। গত কয়েক ম্যাচে দলের পারফরম্যান্সকে রিয়ালের অভ্যন্তরে ‘একটি বিপর্যয়’ হিসেবে দেখা হচ্ছে। রিয়ালের পরবর্তী ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্লাবের উচ্চপদস্থরা নাকি দ্রুতই ইতিবাচক ফলের দাবি করছেন।
আলোনসোর অধীনে লা লিগায় মাদ্রিদ শুরু করেছিল দারুণভাবে—প্রথম ১১ ম্যাচে ১০টি জয়। তবে সময় গড়াতেই মুদ্রার উল্টোপিটও দেখতে শুরু করেছেন বায়ার লেভারকুজেনের সাবেক এই কোচ।
বিডি-প্রতিদিন/সুজন