দীর্ঘ ৯ মাস পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন অংক স্পর্শ করলেন বিরাট কোহলি। এতে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি পূর্ণ হলো তার।
সেঞ্চুরি করার পর কোহলির উদযাপনটাও হলো চোখে লেগে থাকার মতো। শূন্যে গা ভাসিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়লেন বাতাসে। তারপর গলায় থাকা লকেটে দিলেন আদুরে চুমুও।
মুহূর্তটা শেষ হতে না হতেই তাকে প্রণাম করতে তার পায়ের নিচে হাজির এক দর্শক। হাঁটুগেড়ে দুই হাত ও মাথা নিচু করে নিজের চাওয়ায় পূর্ণ করলেন সেই দর্শক।
একটা সময় সেঞ্চুরি করা যার অভ্যাস ছিল সেই কোহলি দীর্ঘ ৯ মাস পর আরেকটি সেঞ্চুরি পেলেন। মাঝে অবশ্য দুটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। এবার আর হাতছাড়া করলেন না তিনি। তিন অংক স্পর্শ করার পর কোহলি ১৩৫ রানে আউট হন।
কোহলি সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে।
উল্লেখ্য, রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান করে ভারত।
বিডি প্রতিদিন/এমআই