আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে বাদ পড়েছিলেন ব্যাটার শামীম হোসেন। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে তাকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ। তিন ম্যাচ সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে।
রবিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শেষ ম্যাচের স্কোয়াডে যুক্ত করা হয়েছে ৪৬ ম্যাচ খেলা অভিজ্ঞ টি-টোয়েন্টি ব্যাটার শামীমকে।
সিরিজে সমতা থাকায় সিরিজ নির্ধারণী ম্যাচটি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। সেই ম্যাচের দলেই বাড়তি শক্তি হিসেবে দেখা হচ্ছে শামীমকে। তবে দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।
ঘোষিত বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন।
বিডি প্রতিদিন/এমআই