আবারও নিজের জাত চেনালেন অভিষেক শর্মা। হায়দরাবাদে সৈয়দ মুশতাক আলি ট্রফির ম্যাচে বেঙ্গলের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটি করেন পাঞ্জাবের হয়ে খেলতে নামা বাঁহাতি ওপেনার। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তৃতীয় দ্রুততম ফিফটি। আর ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম।
মোহাম্মদ শামি, আকাশ দিপদের নিয়ে গড়া বোলিং লাইন আপের বিপক্ষে ফিফটি করেই থেমে যাননি ২৫ বছর বয়সী ওপেনার। তাণ্ডব জারি রেখে মাত্র ৩২ বলে তিনি পূর্ণ করেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের অষ্টম সেঞ্চুরি। ভারতের ব্যাটারদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ।
শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করে ৫টি করে চার-ছক্কায় মাত্র ১২ বলে ফিফটি করেন অভিষেক। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯ বলে ফিফটি করে দ্রুততম ফিফটি বিশ্ব রেকর্ড নেপালের দিপেন্দ্র সিং আইরির। এছাড়া ১১ বলে ফিফটি আছে ভারতের আশুতোষ শর্মার।
অভিষেকসহ এখন পাঁচজন ব্যাটারের নামের পাশে আছে ১২ বলে ফিফটি। সবার আগে ২০০৭ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ভারতের যুবরাজ সিং। পরে এই তালিকায় যুক্ত হন ক্রিস গেইল, হযরতউল্লাহ জাজাই ও এস্তোনিয়ার সাহিল চৌহান।
গত বছর সাইপ্রাসের বিপক্ষে ১২ বলে ফিফটি করার দিন আবার মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেন সাহিল। যা এখনও দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। গত বছরই ২৮ বলে সেঞ্চুরি করে এই তালিকার দুই নম্বরে অভিষেক ও উর্ভিল প্যাটেল।
চলতি বছরের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ৩১ বলে আরেকটি সেঞ্চুরি করেছেন উর্ভিল। এছাড়া ২৯ ও ৩০ বলে সেঞ্চুরি আছে যথাক্রমে মোহাম্মদ ফাহাদ ও গেইলের। অভিষেকের সমান ৩২ বলে সেঞ্চুরির কীর্তি আছে আরও দুই ভারতীয় রিশাভ পান্ত ও বৈভব সূর্যবংশীর।
রবিবারের ম্যাচে মাত্র ১২ বলে ফিফটি করার পর ২০ বলে আরও ২ চারের সঙ্গে ৬টি ছক্কা মেরে ৩২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন অভিষেক। এই সেঞ্চুরিতে রোহিত শর্মার পাশে বসেছেন অভিষেক।
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ৪৫০ ইনিংসে করেছেন ৮টি সেঞ্চুরি। মাত্র ১৫৭ ইনিংসেই তাকে ছুঁয়ে ফেলেছেন ২৫ বছর বয়সী ওপেনার।
ভারতের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। ৩৯৭ ইনিংসে তিনি করেছেন ৯টি সেঞ্চুরি। অচিরেই হয়তো তাকে ছুঁয়ে ফেলবেন, এমনকি ছাড়িয়েও যেতে পারেন অভিষেক।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ২২টি সেঞ্চুরি করে সবার ধরাছোঁয়ার বাইরে ক্রিস গেইল।
বিডি প্রতিদিন/নাজিম