রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নাওয়াজের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে ১১৪ রানে অলআউট হয় লঙ্কানরা। ৮ বল হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আঘাত পায় শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই পাথুম নিসাঙ্কাকে বোল্ড করেন আফ্রিদি। এরপর কুসাল মেন্ডিস ও কামিল মিশারা ৬৪ রানের জুটিতে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে মিশারা একাই প্রতিরোধ গড়েন ৪টি ছক্কা ও ২টি চারে ৪৭ বলে ৫৯ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। তার বাইরে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল আরও দুই ব্যাটসম্যান।
নাওয়াজ ও আফ্রিদি তিনটি করে উইকেট শিকার করেন। দুই উইকেট নেন লেগ স্পিনার আবরার আহমেদ। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা ও সিরিজসেরা হন নাওয়াজ।
লক্ষ্য তাড়ায় ধীরে শুরু করে পাকিস্তান। সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ৪৬ রানের উদ্বোধনী জুটি দলকে শক্ত ভিত্তি দেয়। এরপর কয়েকটি উইকেট হারালেও বড় কোনো চাপে পড়তে হয়নি স্বাগতিকদের। শেষ পর্যন্ত ১ ছক্কা ও ২ চারে ৩৪ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন বাবর আজম এবং দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
ছোট লক্ষ্য তাড়া করে অনায়াস জয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিজেদের করে নিয়েছে পাকিস্তান।
বিডি প্রতিদিন/মুসা