ব্রিটেনের স্বায়ত্তশাসিত দীপ জার্সিতে বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ খেলতে গিয়ে এক কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিলেন পাপুয়া নিউ গিনির (পিএনজি) উইকেটকিপার-ব্যাটার কিপলিন ডোরিগা। এক নারীকে ঘুষি মেরে তার মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। ৩০ বছর বয়সী দোরিগাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন জার্সির রয়্যাল কোর্ট।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আওতাধীন চ্যালেঞ্জ লিগে খেলতে জার্সিতে যান। সেখানে ডেনমার্ক ও কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলেন তিনি। আরও কয়েকটি ম্যাচ খেলার কথা থাকলেও তখন তিনি ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়েন। পুলিশের হাতে আটক হওয়ায় কেনিয়া ও স্বাগতিক জার্সির বিপক্ষে দোরিগা খেলতে পারেননি।
ঘটনা গত ২৫ আগস্টের। সেইন্ট হেলিয়েরের হিলারি স্ট্রিটে রাত আড়াইটার কাছাকাছি সময়ে নিজের টিম হোটেলে ফিরছিলেন ডোরিগা। পুলিশের ভাষ্যমতে, তখন এক নারীকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন ডোরিগা। তখন মোবাইলও ছিনিয়ে নেন তিনি।
সেদিনই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন জাতীয় দলের হয়ে ৩৯টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি খেলা ডোরিগা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জার্সির মেজিস্ট্রেট কোর্টে তার বিরুদ্ধে ডাকাতির মামলা করে পুলিশ। পরে ২৭ আগস্ট শুনানিতে নিজের দোষ স্বীকার করে নেন ডোরিগা। তদন্তের আনুষ্ঠানিকতা সেরে এবার প্রায় তিন মাস পর সাজার ঘোষণা দিয়েছেন জার্সির রয়্যাল কোর্ট।
বিডি প্রতিদিন/নাজিম