নানা ঘটনার পর প্রায় ১০ মাস পর জাতীয় দলে ফিরেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। তবে ফিরে আসার সঙ্গে সঙ্গে নতুন রেকর্ডও গড়ছেন তিনি।
গত বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজের টি–টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। সেই ম্যাচে ৭ রানে হেরে যায় বাবরের দল। ব্যাটে নেমে ইনিংসে তার অবদান ছিল দুই বল খেলেও শূন্য রান। দুশমন্ত চামিরার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি।
এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ক্যারিয়ারের দশমবার ডাক মারার রেকর্ড করেন। সেই সঙ্গে পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার তালিকায় জায়গা করে নেন। তিনি সাইম আইয়ুব ও উমর আকমলের সঙ্গে ভাগাভাগি করেছেন এই লজ্জার রেকর্ড।
বাবর ১৩৫ ম্যাচে ১২৮ ইনিংসে ব্যাট করেছেন এবং গড়ে প্রায় ১৩ ইনিংস পর পর একবার করে শূন্য রানে আউট হয়েছেন। সাইম আইয়ুব ৫৩ ইনিংসে এবং উমর আকমল৭৯ ইনিংসে ১০ বার করে ডাক মেরেছেন। শূন্য রানের তালিকায় দেশটির শহিদ আফ্রিদি আছেন দুই নম্বরে। ডাক মেরেছেন ৮ বার।
এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটির মাধ্যমে এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৫৫টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছে পাকিস্তান। শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আবারও শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন– বাবর আজম ১০ বার, সাইম আইয়ুব ১০, উমর আকমল ১০, শহিদ আফ্রিদি ৮, কামরান আকমল ৭, মোহাম্মদ হাফিজ ৭ ও মোহাম্মদ নাওয়াজ ৭ বার।
বিডি-প্রতিদিন/এমই