উসমান খাজাকে বাদ দেওয়া নিয়ে কয়েকদিন ধরেই চলছিলো আলোচনা। অ্যাশেজের প্রথম টেস্টে ওপেনিংয়ে ট্র্যাভিস হেডের দুর্দান্ত ইনিংস আর খাজার ছন্দহীনতা নির্বাচকদের ওপর চাপ সৃষ্টি করে। তবে বাঁহাতি এই ব্যাটারের ওপর আরেকবার আস্থা রাখল অস্ট্রেলিয়া।
ব্রিসবেন টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অজি নির্বাচকরা উসমান খাজাকে বাদ দেওয়া বা অধিনায়ক প্যাট কামিন্সকে তাড়াহুড়ো করে ফিরিয়ে আনার চাপকে দমিয়ে স্কোয়াড দিয়েছে। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে স্বাগতিকরা।
গুঞ্জন ছিল ব্রিসবেন টেস্টেই ফিরবেন অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স। তবে এই পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ অস্ট্রেলিয়া। পিঠের চোটে পুনর্বাসন দ্রুত করার বদলে তারা সাবধানী পথ বেছে নিয়েছে।
অনুশীলনে অবশ্য বেশ ঘাম ঝরাচ্ছেন কামিন্স। গোলাপী বলে এক ঘণ্টার নেট সেশনে ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে বোলিং করেছেন, তবু নির্বাচকরা সাবধানতার পথ বেছে নিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্যাট কামিন্স ব্রিসবেনে যাচ্ছেন প্রস্তুতি চালিয়ে যেতে। রোববার থেকে ব্রিসবেনে স্কোয়াডের সঙ্গে একত্রিত হবেন তিনি।’
অ্যাডিলেড ওভালে ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেন কামিন্স। হ্যামস্ট্রিংয়ের চোটে পার্থে প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়া হ্যাজলউডও ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেননি।
প্রথম টেস্টে পার্থে হেডের ওপেনিংয়ে চমৎকার পারফরম্যান্সের পর অজি সমর্থকরা খাজাকে সরানোর দাবি করছিল। হেড দ্বিতীয় ইনিংসে ১২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, তাঁর ওই ইনিংসেই ইংলিশরা ম্যাচ থেকে পুরোদস্তর ছিটকে যায়। ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার।
ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড :
স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ব্রেনডান ডগেট, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, উসমান খাওয়াজা, মারনাস লাবুশগনে, নাথান লায়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বেউ ওয়েবস্টার
বিডি প্রতিদিন/নাজিম