আবু ধাবি টি-টেন লিগে প্রথমবার অংশ নিয়েই যেন পথ খুঁজে পাচ্ছে না রয়্যাল চ্যাম্পস। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটিও জয় নেই জেসন রয় নেতৃত্বাধীন দলের। ধারাবাহিক সেই ব্যর্থতার ধারাবাহিকতায় আজও অ্যাসপিন স্ট্যালিয়ন্সের কাছে হেরে টানা পঞ্চম পরাজয় বরণ করেছে দলটি।
রয়্যাল চ্যাম্পস স্কোয়াডে আছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। টানা তিন ম্যাচে একাদশে না থাকলেও চতুর্থ ম্যাচে আজমান টাইটান্সের বিপক্ষে সুযোগ পান তিনি। তবে সেই ম্যাচে বড় ব্যবধানে হারার পর আজও দলকে হতাশার মুখ দেখতেই হলো।
আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করে অ্যাসপিন স্ট্যালিয়ন্স তোলে ১৩৪ রান। জবাবে নির্ধারিত ওভার শেষে ১২৭ রানেই থামে রয়্যাল চ্যাম্পসের ইনিংস। ফলে ৭ রানে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়ে দলটি।
সাকিব আজও বল হাতে কার্যকরী কিছু করতে পারেননি। ১ ওভার বোলিং করে খরচ করেছেন ১৭ রান, পাননি কোনো উইকেট। আগের ম্যাচেও ১ ওভারে দিয়েছিলেন ১৪ রান।
রান তাড়ায় নেমে ব্র্যান্ডন ম্যাককালাম দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে লড়াইয়ে রাখেন। মাত্র ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। তবে শেষ দিকে অ্যারন জোন্স ও ক্রিস জর্ডানের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে ম্যাচ বেরিয়ে যায় চ্যাম্পসের হাত থেকে।
টানা পাঁচ হারে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে রয়্যাল চ্যাম্পস। তাদের হাতে বাকি আছে মাত্র দুটি ম্যাচ, যা এখন কেবল নিয়মরক্ষার খেলা।
বিডি প্রতিদিন/মুসা