প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে বড় হার, এই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরও একটি দুঃস্বপ্ন দেখল লিভারপুল। অ্যানফিল্ডে নিজেদের ঘরের দর্শকদের সামনে চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের কাছে ৪-১ গোলের লজ্জাজনক পরাজয় বরণ করেছে আর্না স্লটের দল।
সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের সাম্প্রতিক সময়টা ভয়ানক খারাপ; শেষ ১২ ম্যাচের ৯টিতেই হার এখন তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই পেনাল্টি থেকে পিএসভিকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। বক্সে ভার্জিল ফন ডাইকের হাতে বল লাগলে রেফারি স্পট কিকের নির্দেশ দেন।
১৬তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় লিভারপুল। কোডি হাকপোর শট ফিরিয়ে দিলে রিবাউন্ড থেকে গোল করেন দমিনিক সোবোসলাই।
বিরতির পর ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, আরও ভেঙে পড়ে লিভারপুল। ৫৬তম মিনিটে গাস তিলের গোলে আবার লিড নেয় পিএসভি। এরপর ম্যাচের ৭৩তম মিনিটে ও যোগ করা সময়ে দুই গোল করে জয় নিশ্চিত করেন সোহেইব দ্রিউয়েশ।
এই নিয়ে প্রতিযোগিতায় দ্বিতীয়বার হারের স্বাদ পেল লিভারপুল। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ১৩ নম্বরে। সমান ম্যাচে দুটি জয় ও দুটি ড্রয়ে ৮ পয়েন্ট অর্জন করে ১৫ নম্বরে রয়েছে পিএসভি।
১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
বিডি প্রতিদিন/মুসা