গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে ভারতকে ৪০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর ব্যক্তিগতভাবে বিশ্ব রেকর্ড গড়েছেন এইডেন মার্করাম। এক ম্যাচে সর্বোচ্চ ৯টি ক্যাচ নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ এই ব্যাটার।
গুয়াহাটিতে ভারতের প্রথম ইনিংসে ৫টি ক্যাচ নেন মার্করাম। দ্বিতীয় ইনিংসে তার তালুতে জমা পড়ে আরও ৪টি ক্যাচ। সব মিলিয়ে ম্যাচে ৯ ক্যাচ নিয়ে তিনি গড়েছেন নন-উইকেটকিপারদের মধ্যে এক টেস্টে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড।
এত দিন ধরে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড ছিল ভারতের অজিঙ্কা রাহানের। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৮টি ক্যাচ নিয়েছিলেন রাহানে। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৫টি ক্যাচ নেন ভারতের সাবেক অধিনায়ক।
প্রায় দশ বছর পর এবার সেই রেকর্ড ভেঙে দিলেন মার্করাম। প্রথম ইনিংসে মার্করামের নেওয়া ৫টি ক্যাচও বিশ্ব রেকর্ড। তবে এই রেকর্ডে আছেন আরও ১৬ জন ফিল্ডার। অর্থাৎ সব মিলিয়ে ১৭ জন ফিল্ডার এক ইনিংসে ৫ ক্যাচ নিয়েছেন।
উইকেটকিপারদের মিলিয়ে এক টেস্টে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড ১১টি। ইংল্যান্ডের জ্যাক রাসেল ১৯৯৫ সালে, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ২০১৩ সালে ও ভারতের রিশাভ পান্ত ২০১৮ সালে এক ম্যাচে ১১ ক্যাচ নিয়েছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম