চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কায় পড়েছে রিয়াল মাদ্রিদ। দলটি পাবে না তাদের প্রথম পছন্দের গোলরক্ষক থিবো কোর্তোয়া এবং তরুণ ডিফেন্ডার ডিন হাউসেনকে।
মঙ্গলবার এক বিবৃতিতে রিয়াল জানায়, ‘গ্যাস্ট্রোইনটেস্টাইনাল’ সংক্রমণের কারণে এথেন্স সফরে যেতে পারবেন না কোর্তোয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম ১৭ ম্যাচেই পূর্ণ সময় খেলেছিলেন বেলজিয়ান গোলরক্ষক। তার বদলে পোস্টের নিচে দাঁড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি আন্দ্রি লুনিনের, তিনি এখনো এই মৌসুমে মাঠে নামেননি।
ডিন হাউসেনের অনুপস্থিতির কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি ক্লাব, তবে স্প্যানিশ গণমাধ্যমের দাবি—২০ বছর বয়সী এই সেন্টার-ব্যাক হাঁটুর চোটে ভুগছেন। অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি তাকে।
এর আগে থেকেই চোটের জন্য দলে নেই দানি কার্ভাহাল, আন্টোনিও রুডিগার, ডেভিড আলাবা ও এদের মিলতাও।
চ্যাম্পিয়ন্স লিগে গ্রিসে অলিম্পিয়াকোসের মাঠে বুধবার রাতে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
সাম্প্রতিক ফর্মও ভালো নয় শাবি আলোনসোর দলের। চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ম্যাচে লিভারপুলের কাছে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়হীন অবস্থায় রয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
বিডি প্রতিদিন/মুসা