গৌহাটির বারসাপাড়া স্টেডিয়ামের উইকেট যেন হয়ে উঠেছিল মার্কো জানসেনের রাজ্য। দক্ষিণ আফ্রিকার ৪৮৯ রানের জবাবে ২০১ রানে অলআউট হয় ভারত। আর এ ধসের নেপথ্যে বড় নায়ক এই লম্বা বাঁহাতি পেসার। ৪৮ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে ফলোঅনের মুখে ফেলেন তিনি। যদিও পরে ফলোঅন না করিয়ে আবার ব্যাট করতে নেমেছে প্রোটিয়ারা।
ম্যাচ শেষে বল হাতে বিধ্বংসী এই পেসার জানালেন, বল তেমন সুইং না করলেও উইকেটের গতি ও বাউন্সই তাকে বাড়তি সুবিধা দিয়েছে।
জানসেন বলেন, 'উইকেটে ভালো গতি আর বাউন্স ছিল। খুব বেশি নিপ বা সুইং পাওয়া যায়নি। শেষে সামান্য সুইং মিলেছে। যখন বুঝলাম বাউন্স আছে, আমরা সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করেছি।'
উপমহাদেশে সাধারণত স্পিন সহায়ক উইকেটেই খেলে ভারত। সিরিজের প্রথম টেস্টেও স্পিনাররা আধিপত্য দেখিয়েছিলেন। তবে গৌহাটির উইকেট ছিল একেবারে ভিন্ন, পেসারদের জন্য আদর্শ।
স্পিনিং জুটি সাইমন হার্মার ও কেশব মহারাজের প্রশংসা করতেও ভোলেননি জানসেন। তিনি মনে করেন, ম্যাচের অগ্রগতির সঙ্গে স্পিনাররাই বড় ভূমিকা রাখবেন।
জানসেনের ভাষায়,'স্পিনাররা দারুণ করেছে যখন খেলা একটু থমকে যাচ্ছিল। তারা চাপ তৈরি করেছিল, আর আমি শুধু সুযোগটা কাজে লাগাতে পেরেছি। দ্বিতীয় ইনিংসে স্পিনাররাই মূল কাজটা করবে বলে মনে হয়।'
হাতে ১০ উইকেট ও ৩১৪ রানের বিশাল লিড। উইকেটে ইতোমধ্যেই টার্ন দেখা মিলছে, মাঝে মাঝে বল থেমেও যাচ্ছে। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে স্পিনারদের জন্য তৈরি হচ্ছে বড় সুযোগ।
জানসেন বলেন,'এখনও উইকেট ভালো। তবে বল টার্ন নিতে শুরু করেছে। কাল-পরশুর মধ্যে স্পিনাররা আরও বড় ভূমিকা রাখবে।'
বিডি প্রতিদিন/মুসা