গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেনের ঝড়ো বোলিংয়ে ভারতের ব্যাটিং লাইন আপ একেবারে বিধ্বস্ত হয়েছে। ভারতের প্রথম ইনিংস ২০১ রানে শেষ হয়, ফলে সফরকারীরা ২৮৮ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামে। তৃতীয় দিনের খেলা শেষে ২৬ রান নিয়ে কোনো উইকেট না হারিয়ে নিরাপদ অবস্থানে আছে প্রোটিয়া দল।
ব্যাট হাতে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করার পথেই ছিলেন জানসেন; ৯৩ রানে আউট হওয়ার আগে তিনি ভারতীয় ব্যাটিংকে একাধারে থমকে দেন। বোলিংয়ে ভারতের ৬ উইকেট মাত্র ৪৮ রানে তুলে নিয়ে জানসেন প্রমাণ করেছেন, কেন তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম সারির পেসার।
অফ স্পিনার সাইমন হার্মারও অবদান রেখেছেন ৩ উইকেট নিয়ে মাত্র ৬৪ রানে। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র যশস্বী জয়সওয়াল ফিফটি স্পর্শ করেছেন, ৫৮ রান করে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেছেন ওয়াশিংটন সুন্দার। বাকি সবাই ২৫ রানের কমেই আউট হয়েছেন।
নতুন দিনের শুরুতে ভারতের ব্যাটিংয়ে কিছুটা স্থিরতা থাকলেও দ্রুতই উইকেট হারানো শুরু হয়। ক্রিজে যশস্বী জয়সওয়াল ও রাহুল প্রথমে জুটি গড়ে রান বাড়ালেও কেশাভ মহারাজের বোলিংয়ে জুটি ভেঙে যায়। এরপর জানসেনের বোলিংয়ে পান্ত, নিতিশ কুমার রেড্ডি, রাভিন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরাহসহ সব গুরুত্বপূর্ণ উইকেট হারায় ভারত।
ভারতের ইনিংস ৭ উইকেটে ১২২ রান থেকে উঠে আসে, শেষ পর্যন্ত ২০১ রানে গুটিয়ে যায়। ইয়ানসেন টেস্টে চতুর্থবার পাঁচ উইকেট শিকার করে নিজের দক্ষতা প্রমাণ করেন।
বিশাল রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে দক্ষিণ আফ্রিকা কোনো ঝুঁকি না নিয়ে নিরাপদ অবস্থানে থাকে। শেষ পর্যন্ত ৮ ওভার ব্যাটিং করে দুই ওপেনার রায়ান রিকেলটন ও এইডেন মার্করাম দিনের খেলা শেষ করেন।
বিডি প্রতিদিন/মুসা