রাইজিং স্টারস এশিয়া কাপে দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলকে পরাজিত করার পর চোখ ছিল ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষের দিকে। শেষ পর্যন্ত নির্ধারিত হয়েছে—শিরোপা লড়াইয়ে আকবর আলীদের প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান ‘এ’ দল। দু’দলই এখন মুখিয়ে আছে ফাইনালে ট্রফির জন্য চূড়ান্ত লড়াইয়ে নামতে।
কাতারের রাজধানী দোহায় রাইজিং স্টারস টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান শাহীনস ও শ্রীলঙ্কা ‘এ’ দল। তীব্র প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১৫৩ রান তোলে পাকিস্তান। রান তাড়ায় ৫ রান দূরে থেকে কোটার সবগুলো ওভার শেষ হয়ে যায় শ্রীলঙ্কার।
এদিন পাকিস্তানের ১৫৩ রানের জবাবে খেলতে নেমে শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৫ রান। বোলিংয়ে এসে প্রথম দুই বল ওয়াইড দেন উবায়েদ শাহ। পরের বলটি ছিল ডট। এরপর চতুর্থ বৈধ বলে বাউন্ডারি মারেন মিলান রত্নায়েক। দুর্ভাগ্যবশত, পরের বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে রান–আউট হন লঙ্কান ব্যাটার।
৯ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে শ্রীলঙ্কা। এরই প্রভাব পড়ে ম্যাচের গতিপথে। চতুর্থ বলে সানকেথ সিঙ্গেল নেন, পঞ্চম বলে লেগ বাই থেকে আসে এক রান। শেষ বলে শ্রীলঙ্কার প্রয়োজন পড়ে ৬ রান। দারুণ এক ডেলিভারিতে সানকেথকে পরাস্ত করেন উবায়েদ শাহ। তাতেই ফাইনালের টিকিট কাটে পাকিস্তান।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ব্যাটাররা বড় কোনো ইনিংস খেলতে পারেননি। টি-টোয়েন্টি স্টাইলের ব্যাটিং বাদ দিয়ে ধীরে-সুস্থে ইনিংস গড়ার চেষ্টা করে তারা। মাজ সাদাকাতের ব্যাটে ঝড়ের আভাস মিললেও বাকিরা খেলেছেন বেশ সাধারণ ভঙ্গিতে।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন গাজী গৌরি—৩৬ বলে ৩৯ রান। শেষ দিকে আহমেদ দানিয়েলের ৮ বলে ২২ রানের ক্যামিওতে ১৫৩ রান পুঁজি পায় পাকিস্তান।
বিডি প্রতিদিন/নাজিম