উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতলেও অধিনায়ক হারমানপ্রিত কৌর এবার স্থান পাননি আসরের সেরা একাদশে। অধিনায়ক মনোনীত হয়েছেন ফাইনালে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
সেরা একাদশে সুযোগ পেয়েছেন চ্যাম্পিয়ন ভারত, রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনাল থেকে ছিটকে পড়া অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। একাদশে ওপেনিংয়ে যায়গা পেয়েছেন উলভার্ট ও ভারতের স্মৃতি মান্ধানা।
ব্যাটিং অর্ডারে তিন নম্বরে রাখা হয়েছে জেমিমা রদ্রিগেসকে। তিনি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে বিদায় দেয়ার পথে ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ চার নম্বরে থাকছেন; ব্যাটে ২০৮ রান ও বল হাতে ১২ উইকেট নিয়েছেন তিনি।
অ্যাশলি গ্যার্ডনার পাঁচ নম্বরে; ৭ ইনিংসে ৩২৮ রান ও ৭ উইকেট নিয়ে আসরের তৃতীয় সর্বোচ্চ পারফরম্যান্স দেখিয়েছেন। ম্যান অব দা টুর্নামেন্ট দিপ্তি শর্মা ছয় নম্বরে থাকছেন, ৭ ইনিংসে ২১৫ রান ও ২২ উইকেট নেন।
পেস বোলিং অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড ও ঝড় তোলার শেষ ব্যাটার নেডিন ডি ক্লার্ক আছেন একাদশে। কিপার হিসেবে দলে রাখা হয়েছে পাকিস্তানের সিদ্রা নাওয়াজ। এছাড়া আছেন অ্যালানা কিং, সোফি এক্লেস্টোন, অতিরিক্ত হিসেবে ন্যাট সিভার-ব্রান্ট।
সেরা একাদশের পূর্ণ তালিকা:
অধিনায়ক: লরা উলভার্ট
ব্যাটসম্যান: স্মৃতি মান্ধানা, জেমিমা রদ্রিগ্স, মারিজান ক্যাপ, অ্যাশলি গ্যার্ডনার, দিপ্তি শর্মা, অ্যানাবেল সাদারল্যান্ড, নেডিন ডি ক্লার্ক
উইকেট কিপার: সিদ্রা নাওয়াজ
বোলার: অ্যালানা কিং, সোফি এক্লেস্টোন
অতিরিক্ত: ন্যাট সিভার-ব্রান্ট
বিডি প্রতিদিন/মুসা