ইউরোপে বাংলাদেশিদের শীর্ষ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন-আয়েবার প্রতিষ্ঠাতা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হচ্ছেন। তিনি একাধারে একজন আন্তর্জাতিক উদ্যোক্তা, ব্যবসায়ী, সংগঠক ও লেখক।
কাজী এনায়েত উল্লাহ ইউরোপের বাংলাদেশিদের শীর্ষ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন-আয়েবার প্রতিষ্ঠাতা মহাসচিব। তিনি ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ ও বাংলাদেশিদের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ফ্রান্সে উচ্চ শিক্ষা গ্রহণের পর বিবিধ অর্থনৈতিক কার্যক্রমে মনোনিবেশ করেন তিনি। ক্রমান্বয়ে তিনি রেস্টুরেন্ট, ট্রাভেলিং, রিয়ালস্টেট ও পারফিউম ব্যবসায় বিশেষ সাফল্য অর্জন করেন।সেই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক মহলে বিশেষ লবিং গ্রুপ গঠনে তিনি বিশ্বজুড়ে ভূমিকা রেখেছেন।
কাজী এনায়েত উল্লাহ ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ির একজন উত্তরাধিকারী।
ঢাকা-১৭ আসন থেকে কেন এমপি প্রার্থী হতে চান জানতে চাইলে কাজী এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, আমি আমার জন্মস্থান, দেশ এবং প্রবাসী অধিকার আদায়ের সংগ্রামে কাজ করতে চাই। নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে তারুণ্যকে প্রাধান্য দিয়ে সামাজিক ও অর্থনৈতিক মুক্তির আলোকে দেশকে দেখতে চাই। প্রবাস জীবনের স্বপ্ন ও অভিজ্ঞতা সেই সঙ্গে তার বাস্তবায়ন নিয়ে কাজ করতে ইচ্ছুক।
বিডি প্রতিদিন/আশিক