বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, গণ অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য। দেশ আজ এক নতুন রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে। জনগণ যে পরিবর্তনের জোয়ার সৃষ্টি করেছে, তা সফলভাবে এগিয়ে নিতে খালেদা জিয়ার অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। গতকাল সন্ধ্যায় কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাকস্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এই সংগ্রামে তিনি আপসহীনতা দেখিয়েছেন। সে কারণে তিনি দলের ঊর্ধ্বে উঠে জাতির অভিভাবক হিসেবে উদ্ভুত হয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া শুধু একটি নাম নন, তিনি এক যুগের প্রতীক। তাঁর জন্য দেশবাসী দোয়া করছেন।
অনুষ্ঠানে থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।