ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, এ দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, দেশের টাকা বিদেশে পাচার করতে চায়, যারা মায়ের কোল খালি করতে চায়, আপনাদের বলছি আগের মতো গুন্ডামি ও কালোটাকার দৌরাত্ম্যের মাধ্যমে জাগ্রত জনতাকে থামানো যাবে না। আল্লাহর রহমতে ইসলামের বিজয় হবে। গতকাল বিকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীসহ আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত জামায়াতে ইসলামীসহ আট দল এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বক্তব্য দেন জামায়াতের অন্যতম নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, নেজামে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, রংপুরের মানুষ সব সময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে। রংপুর থেকে আবু সাঈদ দুই হাত প্রসারিত করে দেশে স্বাধীনতার পরিবেশ তৈরি করে দিয়েছিল। আজ রংপুর থেকে এ সমাবেশের মাধ্যমে চাঁদাবাজ, ক্ষমতালোভী, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, বিদেশিদের তাঁবেদারি করে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের বাংলার জমিন থেকে উৎখাত করা হবে। তিনি আরও বলেন, আজ সারা দেশের মানুষ দিন গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে আর আট দল অর্থাৎ ইসলাম ও মানবতার পক্ষে তারা ভোট দিয়ে বাক্স ভরবে। কারণ আমরা রাজনীতি করি ব্যক্তি কিংবা দলের স্বার্থে না, আল্লাহর হুকুম তামিল করতে।
সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ৫৪ বছর ধরে কয়েকটা সরকার এসেছে, কোনো সরকারই মানুষের কল্যাণের জন্য কাজ করেনি। হয় ব্যক্তির জন্য, না হয় দলের জন্য কল্যাণ করেছে। তারা আখিরাতের কল্যাণের জন্য কাজ করেনি। আমরা আট দল ঘোষণা দিচ্ছি, আমরা দুনিয়ারও কল্যাণ করতে চাই। আখিরাতেরও কল্যাণ করতে চাই। আখিরাতের কল্যাণের জন্য আবু সাঈদ-মুগ্ধদের মতো জীবন বিলিয়ে দিতে হবে। আমরা আল্লাহর আইন চালু করতে জীবন দিতে রাজি আছি। বিএনপি এবং জাতীয় পার্টিকে ইঙ্গিত করে জামায়াতের নায়েবে আমির বলেন, যারা শরিয়তের আইন বিশ্বাস করে না, তাদের ভোট দেওয়া উচিত না। যারা গণভোট চায় না তাদের পরাজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি আরও বলেন, এখন গণভোট আগে হোক আর পরে হোক আমরা গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে, এটা প্রমাণ করব, ইনশাল্লাহ।