জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয়। এবারের নির্বাচন আদর্শিক নির্বাচন, পরিবর্তনের নির্বাচন। এবারের নির্বাচন সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন। তাই দেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এ জোয়ারে ভীত হয়ে আমাদের ওপর হামলা করার চেষ্টা করা হচ্ছে। ভোট কেন্দ্র আমাদের নেতা-কর্মীরা পাহারা দেবে। যারা আক্রমণ করতে আসবে, তাদের যেমন দুই হাত আছে, আমাদেরও দুই হাত আছে। আমরা তাদের প্রতিহত করব। গতকাল বিকালে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন।
সমাবেশে এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, ‘ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে। স্বাধীনতার ৫৪ বছরেও ভারত বাংলাদেশের বন্ধু হতে পারেনি। একটি দল এখন বলে বেড়াচ্ছে, আমরা ক্ষমতায় গেলে অমুসলিমদের মুসলমান বানাব। নারীদের ঘরে বন্দি করে রাখব। এটি নিছক আমাদের বিরুদ্ধে অপপ্রচার।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে মন্দিরে হামলা করে জামায়াত-শিবিরের ওপর দোষ চাপাত। অথচ জামায়াত-শিবির মন্দির পাহারা দিয়েছে। পরে তিনি ফরিদপুরের চারটি আসনের জামায়াতের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে জামায়াতের পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসমাবেশে আরও বক্তৃতা করেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সোহরাব হোসেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. সারোয়ার হোসাইন, খেলাফত মজলিসের জেলা আমির মাওলানা আমজাদ হোসাইন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির আবু হারিচ মোল্লা, আবদুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, আলী আহসান মো. মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর প্রমুখ।