সোশ্যাল মিডিয়ায় দ্রুত বাইক চালানোর ভিডিও বা রিল পোস্ট করে জনপ্রিয়তা পাওয়া ১৮ বছর বয়সী এক তরুণ ভ্লগার দুর্ঘটনায় মারা গেছেন। ভারতের সুরাটে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। দুর্ঘটনার সময় তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রাপ্ত খবর অনুযায়ী, প্রিন্স প্যাটেল নামে পরিচিত এই তরুণ অনলাইনে পিকেআর ভ্লগার নামে পরিচিত ছিলেন। সড়কে গতির ঝড় তোলার সময় তার কেটিএম ডিউক মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে।
সোমবার সকালে খাতোদারা থানা এলাকার ব্রেডলাইনার সার্কেলের কাছে একটি ফ্লাইওভার ধরে বাইকটি নিয়ে যাচ্ছিলেন প্রিন্স প্যাটেল। এনডিটিভি প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গ্রেট লাইনার ব্রিজের উপর দিয়ে নামার সময় বাইকটির গতি ছিল প্রায় ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই চরম গতিতে তিনি বাইকের নিয়ন্ত্রণ হারান।
দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, বাইক থেকে ছিটকে পড়ার পর প্রিন্স প্যাটেল রাস্তায় বেশ কয়েকবার গড়িয়ে যান। এনডিটিভি জানিয়েছে, এই ভয়ংকর সংঘর্ষের ফলে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ধাক্কার পরও বাইকটি আরও বেশ কয়েক মিটার রাস্তার ডিভাইডারের সঙ্গে ঘষা খেতে খেতে এগিয়ে যায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় প্রিন্স প্যাটেলের মাথায় হেলমেট ছিল না। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যুর এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।
প্রিন্স প্যাটেল তার হাই-স্পিড বাইকিং রিল এবং স্টাইলিশ ইনস্টাগ্রাম কনটেন্টের জন্য কিশোরদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন। এনডিটিভি জানিয়েছে, তিনি তার কেটিএম ডিউক ৩৯০ মডেলের বাইকটি সেপ্টেম্বরে কিনেছিলেন এবং এটিকে প্রায়শই ভিডিওতে লায়লা নামে উল্লেখ করতেন। দুর্ঘটনার চার দিন আগেও তিনি একটি ভিডিওতে নিজেকে মজনু বলে উল্লেখ করে বলেছিলেন, স্বর্গে গেলেও তিনি লায়লাকে ভালোবেসে যাবেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, তার পোস্টগুলিতে নিয়মিতভাবে দ্রুত গতিতে বাইক চালানোর দৃশ্য দেখা যেত, যার মধ্যে একটি ক্লিপে বাইকটিকে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে দেখা যায়।
বিডি প্রতিদিন/নাজমুল