অরুণাচল প্রদেশে জন্ম নেওয়ার কারণ দেখিয়ে ভারতীয় এক নারীকে শাংহাই পুডং বিমানবন্দরে প্রায় ১৮ ঘণ্টা ধরে আটকে রেখে হয়রানি করার অভিযোগ উঠেছে চীনা ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২১ নভেম্বর। অভিযোগকারী পেমা ওয়াং থান্ডক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একাধিক পোস্টে বিষয়টি তুলে ধরেছেন।
লন্ডন থেকে জাপানগামী বিমানযাত্রায় শাংহাইয়ে তিন ঘণ্টার ট্রানজিটের সময় ইমিগ্রেশন কর্মকর্তারা তার পাসপোর্ট আটক করেন। থান্ডকের দাবি, কর্মকর্তারা তাকে জানান, আপনার ভারতীয় পাসপোর্ট অবৈধ, কারণ অরুণাচল প্রদেশ চীনের অংশ।
পেমা থান্ডক জানান, একাধিক ইমিগ্রেশন কর্মকর্তা ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের স্টাফ তাকে উপহাস করেন। এমনকি চীনা পাসপোর্টের জন্য আবেদন করতে বলেন।
তিনি খাবার, বিমানবন্দরের সুবিধা ও তার অবস্থাসংক্রান্ত কোনও আনুষ্ঠানিক তথ্য কিছুই পাননি। বৈধ জাপানি ভিসা থাকা সত্ত্বেও তাকে নির্ধারিত ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।
অধিকন্তু, তাকে জানানো হয় শুধু চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের নতুন টিকিট কিনলেই নাকি তিনি যাত্রা চালিয়ে যেতে পারবেন। এতে তার আর্থিক ক্ষতি হয়।
নিজে কোথাও যোগাযোগ করতে না পারায় যুক্তরাজ্যে থাকা এক বন্ধুর মাধ্যমে তিনি শাংহাইয়ের ভারতীয় কনস্যুলেটের সাথে যোগাযোগ করেন। কনস্যুলেট হস্তক্ষেপ করার পর রাতের দিকে তাকে অবশেষে ছাড়পত্র দেওয়া হয়।
থান্ডক এই ঘটনাকে ভারতের সার্বভৌমত্বের প্রতি সরাসরি অপমান বলে বর্ণনা করেছেন। ভারত সরকারকে বিষয়টি জরুরি ভিত্তিতে বেইজিংয়ের কাছে উপস্থাপন করার অনুরোধ করেছেন।
ঘটনাটি সামনে আসার পর ভারতীয় নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, চীনের দাবিকৃত জাংনান অঞ্চল আন্তর্জাতিকভাবে ভারতের অরুণাচল প্রদেশ হিসেবেই স্বীকৃত। এ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে।
ভারত বারবার জানিয়েছে, চীনের দেওয়া নতুন নাম বা দাবির মাধ্যমে অরুণাচল প্রদেশের মর্যাদা বদলানো যাবে না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এর আগেই বলেছেন, নামকরণে কোনো বাস্তবতা বদলায় না। অরুণাচল প্রদেশ ছিল, আছে এবং ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকবে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল