পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস টালোন জানিয়েছেন, দেশটির সরকার ও সশস্ত্র বাহিনী একদল সেনার চালানো অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। অভ্যুত্থানের প্রচেষ্টাকারীদের শাস্তি দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি। রয়টার্স জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় টালোন এ ঘোষণা দেন। এর প্রায় ১২ ঘণ্টা আগে বেনিনের বৃহত্তম শহর ও ব্যাণিজ্য কেন্দ্র কোতনুর বেশ কয়েকটি এলাকায় প্রথম গুলির শব্দ শোনা যায়। এ সময় একদল সেনা দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে গিয়ে বলেন, তারা টালোনকে ক্ষমতাচ্যুত করেছেন। টালোন বলেছেন, অভ্যুত্থান প্রচেষ্টায় যারা হতাহত হয়েছেন এবং পালিয়ে যাওয়া বিদ্রোহীরা যেসব লোককে জিম্মি করেছে তার চিন্তা এখন তাদের নিয়ে।-রয়টার্স
কিন্তু এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। অভ্যুত্থান প্রচেষ্টার ঘটনায় কোনো হতাহত বা জিম্মি করার ঘটনা ঘটেছে কি না, রয়টার্স তা যাচাই করতে পারেনি। এই অস্থিরতা পশ্চিম আফ্রিকায় গণতান্ত্রিক শাসনের ক্ষেত্রে তৈরি হওয়া সর্বশেষ হুমকি। এর আগে গত কয়েক বছরে বেনিনের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশ নাইজার ও বুরকিনা ফাসোতে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করে। তারপর মালি, গিনি এবং গত মাসে গিনি-বিসাউতেও সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। রয়টার্স লিখেছে, বেনিনের ক্ষেত্রে এ ধরনের অভ্যুত্থান প্রচেষ্টা অপ্রত্যাশিত ছিল। দেশটিতে সর্বশেষ সফল সামরিক অভ্যুত্থান হয়েছিল ১৯৭২ সালে। দেশটির সরকারের মুখপাত্র উইলফ্রিড লেঁদ্রে হুক্সেবডজি জানিয়েছেন, অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে সংযোগ থাকায় রবিবার বিকালে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।