যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে বলে ইউরোপীয় নেতাদের সতর্ক করে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, নিরাপত্তার গ্যারান্টি সম্পর্কে অবস্থান স্পষ্ট না করেই আমেরিকা ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। জার্মান ম্যাগাজিন ডের স্পিগেল ইউরোপীয় নেতাদের মধ্যে সাম্প্রতিক একটি ফাঁস হওয়া গ্রুপ ফোনালাপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, তারা কলটির সারসংক্ষেপসহ একটি ইংরেজি নোট পেয়েছে। স্পিগেল জানিয়েছে, ম্যাক্রোঁ আলোচনার উত্তেজনাপূর্ণ মুহূর্তটিকে জেলেনস্কির জন্য ‘একটি বড় বিপদ’ বলে উল্লেখ করেছেন। ফোনের অপর প্রান্তে থাকা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস প্রতিউত্তরে বলেছেন, ইউক্রেনীয় নেতাকে ‘খুব সতর্ক’ থাকতে হবে। মের্ৎস বলেন, তারা আপনার এবং আমাদের সবার সঙ্গেই খেলা খেলছে। স্পিগেল জানিয়েছে, অন্য ইউরোপীয় নেতারাও তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। ফিনল্যান্ডের আলেকজান্ডার স্টাব বলেছেন, আমাদের ইউক্রেন এবং ভলোদিমিরকে এ লোকদের সঙ্গে একা ছেড়ে দেওয়া উচিত নয়। -দ্য গার্ডিয়ান
এমনকি ন্যাটো মহাসচিব মার্ক রুট যিনি জনসমক্ষে ট্রাম্পের প্রশংসা করেন তিনিও বলেছেন, আলেকজান্ডারের সঙ্গে তিনি একমত যে ‘আমাদের ভলোদিমিরকে রক্ষা করতে হবে।’ জেলেনস্কির একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এ ছাড়া জার্মান চ্যান্সেলর মের্ৎসের অফিস এবং ফ্রান্সের এলিসি প্যালেস ম্যাক্রোঁর উদ্ধৃতিগুলোর বিরোধিতা করেছে। কিন্তু ডের স্পিগেল জানিয়েছে, তারা ফোনকলের বেশ কয়েকজন অংশগ্রহণকারীর সঙ্গে কথা বলেছে। তারা ফোনকলের ব্যাপারটি নিশ্চিত করেছে। -দ্য গার্ডিয়ান