পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘আমি একবার নয়, হাজার বার, লক্ষ বার, কোটি বার বাংলা ভাষায় কথা বলব। পারলে আমার গলাটা কেটে দিও কিন্তু এই ভাষা থেকে আমাকে দূরে সরাতে পারবে না।’
ভারতের বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের ওপর যে অত্যাচার, নিপীড়ন, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া, বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার যে অভিযোগ সামনে এসেছে সেই পরিপ্রেক্ষিতেই বিজেপিকে নিশানা করে মমতার এই মন্তব্য। গতকাল রাজ্যটির মালদহ জেলার গাজলে একটি সভা থেকে মমতার প্রশ্ন- ‘বাংলা ভাষায় কথা বললে আজ সবাই বাংলাদেশি! ওড়িশা, রাজস্থান, মুম্বাই, মধ্যপ্রদেশে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবে কেন? বাঙালিদের ওপর, বাংলা ভাষার মানুষের ওপর কেন এত হিংসা?’ তিনি বলেন, ‘স্বাধীনতার সময় থেকে ভারতে এসে ভারতীয় নাগরিক হওয়ার পরেও কীভাবে তাদের বাংলাদেশি তকমা দাও? সোনালী বিবি কি বাংলাদেশি ছিল? ও তো ভারতীয় ছিল। ভারতীয় সমস্ত নথি থাকা সত্ত্বেও তুমি একজন অন্তঃসত্ত্বা নারীকে বিএসএফকে দিয়ে তুমি পুশব্যাক করিয়ে দিয়েছ। এখন শীর্ষ আদালত ওকে ফিরিয়ে আনার কথা বলেছে।’ ওয়াকফ সম্পত্তি নিয়ে মমতার অভিমত, ‘কোন কোন সাম্প্রদায়িক শক্তি রটাচ্ছে, ধর্ম নিয়ে বিভেদ করছে, তাদের উদ্দেশে বলব ওয়াকফ সম্পত্তি নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আইন করেছে, আমরা রাজ্য সরকার করিনি।
আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি। আমরা রাজ্য সরকারের তরফে শীর্ষ আদালতে মামলা করেছি, সেই মামলা চলছে। তাছাড়াও আমরা যত দিন আছি এসব জায়গায় আমি কাউকে হাত দিতে দেব না। আপনারা আমার ওপরে বিশ্বাস রাখবেন। আমি মাজার থান বা জহর থানে হাত দিতে দেব না। হিন্দু, মুসলিম, শিখ, জৈন হোক আমি কোনো ধর্মীয় স্থানে হাত দিতে দেবো না। আমি ধর্ম নিয়ে রাজনৈতিক করি না, আমি সব ধর্মকে ভালোবাসি।’