মাদক বহনের অভিযোগে ভেনেজুয়েলার নৌকায় যুক্তরাষ্ট্রের হামলাকে বৈধ আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। এর মধ্য দিয়ে হোয়াইট হাউস সেপ্টেম্বরে অ্যাডমিরাল ফ্র্যাংক ব্র্যাডলির সিদ্ধান্তের পক্ষেই সাফাই গাইল। ওই সময় মাদক চোরাচালানের অভিযোগে ভেনেজুয়েলার একটি নৌকা লক্ষ্য করে একাধিক হামলার আদেশ দিয়েছিলেন মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল ফ্রাঙ্ক ব্র্যাডলি। সোমবার ওই হামলার সাফাই গেয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ অভিযানের অনুমোদন দিয়েছিলেন। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার ওই নৌকায় প্রথম হামলায় বেঁচে যাওয়া দুজনকে হত্যা করতে দ্বিতীয় দফায় হামলা করা হয়েছিল হেগসেথের নির্দেশ মেনে, লক্ষ্য ছিল কাউকে জীবিত না রাখা। রবিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দ্বিতীয় দফা হামলা চাইতেন না এবং হেগসেথও এমন নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।-রয়টার্স
তবে হোয়াইট হাউসের মুখপাত্র লেভিট সোমবার জানান, ২ সেপ্টেম্বরের হামলার জন্য হেগসেথ আনুষ্ঠানিকভাবে ব্র্যাডলিকে অনুমতি দিয়েছিলেন। তার ভাষায়, ‘অ্যাডমিরাল ব্র্যাডলি নিজের তার এখতিয়ার ও কর্তৃত্বের মধ্যে থেকেই নৌকা ধ্বংস এবং যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি দূর করতে হামলা পরিচালনা করেছেন।’ তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক জলসীমায় আত্মরক্ষার জন্যই আঘাত হানা হয় এবং তা আন্তর্জাতিক যুদ্ধবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও লাতিন আমেরিকার প্রশান্ত উপকূলজুড়ে অন্তত ১৯টি হামলা চালিয়েছে, যাতে ৭৬ জন নিহত হয়েছেন।