বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত থেকে ৩ কোটি রুপি মূল্যের সোনা জব্দ করেছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ)। এ সময় আটক করা হয় দুই ভারতীয় চোরাকারবারিকে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, রবিবার বিএসএফ ঘোজাডাঙ্গা চেকপোস্টে অভিযান চালায়। এ সময় দুই ভারতীয় চোরাকারবারি ট্রাকের কেবিনে ২০টি অবৈধ সোনার বার লুকিয়ে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করছিল। জব্দ সোনার আনুমানিক মূল্য ৩ কোটি ২ লাখ ১০ হাজার ৩৪ রুপি। বিএসএফ গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জিজ্ঞাসাবাদে চোরাকারবারিরা জানান, তারা উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। তাদের একজন ইটভাটার শ্রমিক অন্যজন চালক। ওই স্বর্ণ অজ্ঞাত ব্যক্তি তাদের দিয়েছে। ঘোজাডাঙ্গা চেকপোস্ট পার হয়ে তৃতীয় একজনের কাছে হস্তান্তর করার কথা ছিল। এ জন্য কিছু পারিশ্রমিক দেওয়ার কথা ছিল।