হংকং নগরীর উত্তরাংশের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সের অগ্নিদগ্ধ সাতটি বহুতল ভবনের মধ্যে চারটিতে তল্লাশি সম্পন্ন করেছে পুলিশ, বাকি তিনটি ভবনেও কাজ এগিয়ে চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সম্ভাব্য দুর্নীতি ও ভবনগুলোর সংস্কারকাজে অনিরাপদ উপাদান ব্যবহার করায় তদন্তকারীদের অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে গতকাল সকাল পর্যন্ত ১৫১ জনের নিশ্চিত মৃত্যুর কথা জানা গেছে, এ সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় বাস্তুচ্যুত কয়েক শ মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রের জীবনের সঙ্গে মানিয়ে নিচ্ছে বলে রয়টার্স জানিয়েছে। ৭৫ বছরের বেশি সময়ের মধ্যে এটা হংকং নগরীতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী আগুন। তল্লাশিকালে পুলিশ ওই চারটি ভবনের সিঁড়িতে ও ছাদে লাশ পেয়েছে; এসব হতভাগ্য আগুনের হাত থেকে বাঁচতে চেয়েছিল। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স থেকে আসা নয়জন গৃহকর্মী রয়েছেন। প্রায় ৪০ জন এখনো নিখোঁজ। বুধবার স্থানীয় সময় দুপুরে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে কমপ্লেক্সের সংস্কারকাজ চলতে থাকা পরস্পরসংলগ্ন আটটি ভবনের মধ্যে সাতটির বাইরের দিকে আগুন ছড়িয়ে পড়ে। রবিবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যামি লাম সাংবাদিকদের জানান, যে ভবনগুলোতে তল্লাশি বাকি আছে সেগুলো ‘কঠিন’ হবে। -রয়টার্স
তল্লাশি চূড়ান্তভাবে শেষ করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। পুলিশের শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, মুখোশ, হেলমেট ও সুরক্ষা পোশাক পরা কর্মকর্তারা ভবনগুলোর বিভিন্ন ঘরে তল্লাশি চালাচ্ছেন, সেখানে দেয়ালগুলো কালো হয়ে গেছে আর আসবাব পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। আগুন নেভাতে ব্যবহার করা পানিতে মেঝে ডুবে আছে। গতকাল স্থানীয় সময় সকালে অগ্নিদগ্ধ ভবনগুলো আবার তল্লাশি শুরু করতে বহু কর্মকর্তা এসে হাজির হন। এসব অ্যাপার্টমেন্ট ভবনে ৪ হাজারের বেশি মানুষ বসবাস করত। তাদের অনেকেই উদ্বাস্তু কেন্দ্র অথবা অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে আছে।