বহুতল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ আগুনে নিহতদের স্মরণে শোক পালন করছে হংকং। গতকাল তিন দিনের শোকের শুরুতে চীনা শহরটির প্রধান নির্বাহী জন লিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কার্যালয়গুলোর বাইরে দাঁড়িয়ে তিন মিনিট নীরবতা পালন করেন। পতাকা রাখা হয় অর্ধনমিত। শহরটির ১৮টি জায়গায় শোকবই খোলা হয়েছে, যেন সাধারণ জনগণ তাদের শোকের কথা জানাতে পারে।
‘যারা প্রিয়জন হারিয়েছেন এবং যারা হতবিহ্বলতা ও অনিশ্চয়তায় দিন যাপন করছেন, তাদের প্রতি আমাদের অন্তরের অন্তস্তলের সহমর্মিতা,’ শোক জানিয়ে দেওয়া এক বিবৃতিতে ব্রিটিশ রাজা চার্লস এসব বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওয়াং ফুক কোর্ট অগ্নিকাণ্ডকে ‘হতভম্ব করে দেওয়ার মতো বেদনাদায়ক’ ঘটনা বলেও অভিহিত করেছেন তিনি।
পুলিশ মনে করছে, নির্মাণ সংস্থার দায়িত্বে অবহেলা এবং অনিরাপদ নির্মাণসামগ্রীর কারণে আগুনের এ ঘটনা ঘটে থাকতে পারে।-রয়টার্স
এর আগে শুক্রবার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষের পর হংকংয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ১২৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিলেন। তবে এখনো প্রায় ২০০ জন নিখোঁজ। তদন্ত কর্মকর্তারা ভবনগুলোতে ঢুকলে আরও মৃতদেহ পেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার বিকালে আটটি ৩২ তলাবিশিষ্ট ভবন নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্টে আগুন লেগে দ্রুত কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। প্রায় দুই দিনের চেষ্টায় শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসে। ৪ হাজার ৬০০-এর বেশি মানুষের আবাসস্থল ছিল এই কমপ্লেক্স। আগুন লাগার পর যেখানে ফায়ার অ্যালার্ম ঠিকঠাক কাজ করেনি বলে ভাষ্য কর্তৃপক্ষের। পোড়া ভবনগুলোতে মৃতদেহ শনাক্তকারী ইউনিটের সদস্যরা এখনো তল্লাশি চালাচ্ছেন। এখন পর্যন্ত নিহত ১২৮ জনের মধ্যে মাত্র ৩৯ জনকে শনাক্ত করা গেছে। পরিবারের সদস্য ও শোকার্তদের অনেকেই ঘটনাস্থলে ফুল দিয়ে শোক প্রকাশ করছেন, কেউ কেউ উদ্ধারকর্মীদের তোলা মৃতদেহের ছবি দেখে প্রিয়জন শনাক্তের মতো কঠিন কাজও চালিয়ে যাচ্ছেন।