টানা বৃষ্টিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এ পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২১-এ পৌঁছেছে। বেশির ভাগ অঞ্চলে পানি নামতে শুরু করায় এখন আটকে থাকা মানুষ উদ্ধার, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা পুনঃস্থাপন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার কাজ জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রায়। গতকাল বিকাল পর্যন্ত সেখানে ১৭৪ জনের মৃত্যুর খবর দিয়েছে তিন প্রদেশের কর্তৃপক্ষ। সুমাত্রার পদাং পারিয়ামান এলাকায় ২২ জনের মৃত্যু হয়েছে। বাসিন্দারা ১ মিটার পর্যন্ত উঁচু পানির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। বন্যার পানি না কমায় গতকাল পর্যন্ত সেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। ‘আমাদের খাবার ও অন্যান্য সরবরাহ ফুরিয়ে আসছে,’ বলেছেন ৪০ বছর বয়সি স্থানীয় বাসিন্দা মুহাম্মদ রইস। বৃহস্পতিবার পানি বাড়তে থাকায় তিনি বাধ্য হয়ে বাড়ির দ্বিতীয় তলায় আশ্রয় নিয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, দ্বীপটির অনেক জায়গা এখনো যোগাযোগবিচ্ছিন্ন। বিদ্যুৎ পুনঃস্থাপন এবং ভূমি ধসের জঞ্জালে বন্ধ থাকা রাস্তা পরিষ্কারে কর্তৃপক্ষ কাজ করছে। গতকালও বন্যাক্রান্ত এলাকাগুলোতে বিমানযোগে ত্রাণ ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। থাইল্যান্ড সরকার জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের আট প্রদেশে বন্যায় এখন পর্যন্ত ১৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ লাখ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর হাত ইয়াইয়ে গতকাল বৃষ্টি থেমেছে। তবে বাসিন্দাদের এখনো গোড়ালিসমান উচ্চতার পানি মোকাবিলা করতে হচ্ছে। বহু বাড়িতে বিদ্যুৎ নেই, বেশির ভাগই গত এক সপ্তাহে হওয়া ক্ষয়ক্ষতি যাচাইয়ে ব্যস্ত। একজন বলেছেন, তিনি ‘সবই হারিয়েছেন’। প্রতিবেশী মালয়েশিয়ায়ও এখন পর্যন্ত দুজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। ঝড় ‘সেনিয়ার’ মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়ার পর দুর্বল হয়ে পড়েছে। তবে আবহাওয়া দপ্তর বলেছে, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার ঝুঁকি এখনো রয়েছে। উত্তাল সাগরে চলাচলে ছোট নৌযানকে সতর্কও থাকতে বলেছে তারা। দেশটিতে ৩০ হাজার মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে, বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৩৪ হাজার। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, তারা ইতোমধ্যে থাইল্যান্ডের বন্যাকবলিত ২৫টির বেশি হোটেলে আটকে পড়া ১ হাজার ৪৫৯ মালয়েশিয়ান নাগরিককে উদ্ধার করেছে। -রয়টার্স
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
তিন দেশে বন্যায় প্রাণহানি ৩২১
বেশির ভাগ অঞ্চলে পানি নামতে শুরু করায় এখন আটকে থাকা মানুষ উদ্ধার, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা পুনঃস্থাপন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার কাজ জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর