ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে নতুন সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল ভোরে তুবাস শহরে এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনী একে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে দাবি করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তুবাসের গভর্নর আহমেদ আল-আসাদ বলেন, ইসরায়েলি বাহিনী শহরটি ঘিরে ফেলেছে। একটি হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছে। তিনি জানান, সেনারা বিভিন্ন মহল্লায় অবস্থান নিয়েছে। আহমেদ আল-আসাদ বলেন, অভিযানটি দীর্ঘমেয়াদি বলে মনে হচ্ছে। দখলদার বাহিনী বাড়ি থেকে মানুষকে বের করে দিয়েছে, ভবনের ছাদ দখল করেছে এবং গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। তিনি আরও বলেন, যাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের অভিযান শেষ না হওয়া পর্যন্ত ফিরতে নিষেধ করা হয়েছে। -রয়টার্স