‘মোগল সম্রাট বাবরের নামে কোনো মসজিদ বা ভবন নির্মাণের চেষ্টা হলে, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ যেভাবে ধ্বংস হয়েছিল, ঠিক সে রকম পরিণতি হবে।’ এ হুমকি দিয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী, সিনিয়র বিজেপি নেত্রী উমা ভারতী। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বর্ষপূর্তির দিনই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা শহরে বাবরি মসজিদ নামাঙ্কিত একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূল বিধায়কের ওই ঘোষণার পরিপ্রেক্ষিতে বিজেপি নেত্রী উমা ভারতীর এ হুমকি। রবিবার রাম জন্মভূমি আন্দোলনের নেত্রী টুইট করে জানান, ‘আমরা ঈশ্বর, উপাসনা এবং ইসলামের নামে নির্মিত মসজিদগুলোকে সম্মান করব, কিন্তু বাবরের নামে নির্মিত ভবনটি ৬ ডিসেম্বর অযোধ্যার মতোই পরিণতির মুখোমুখি হবে।’
এমনকি সেদিন মসজিদের ইটগুলোও উধাও হয়ে গিয়েছিল।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ট্যাগ করে উমা আরও লেখেন, ‘আমি আমার বন্ধু মমতা ব্যানার্জিকে পরামর্শ দিচ্ছি যারা বাবরের নামে মসজিদ তৈরির কথা বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। পশ্চিমবঙ্গ ও গোটা ভারতের সম্মান এবং সম্প্রীতি রক্ষায় আপনারও দায়িত্ব রয়েছে।’