জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কঙ্গোতে ইসলামিক স্টেট সমর্থিত অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
রবিবার সমাজমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গুতেরেস এ নিন্দা জানান। পোস্টে তিনি বলেন, কঙ্গোতে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সংস্থা স্থিতিশীলতা মিশন কাজ করে যাচ্ছে। সব পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবাধিকার লঙ্ঘন রোধ এবং দায়মুক্তির বিরুদ্ধে লড়াইয়ে কঙ্গো কর্তৃপক্ষকে সমর্থন করতে এগিয়ে আসতে হবে। এর আগে জাতিসংঘের মহাসচিব তাঁর মুখপাত্রের মাধ্যমে বিবৃতিতে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, জাতিসংঘ তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। এর মধ্যে ১৩ থেকে ১৯ নভেম্বর উত্তর কিভুর লুবেরোতে হামলায় অন্তত ৮৯ জন নিহত হয়। যার মধ্যে কমপক্ষে ২০ জন মহিলাও ছিলেন।
স্বাগত জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শনিবার কঙ্গোর সরকার এবং বিদ্রোহী আন্দোলনের মধ্যে দোহা শান্তির জন্য কাঠামো স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে। নিরাপত্তা পরিষদ পূর্ব কঙ্গোতে উত্তেজনা কমাতে এবং সংঘাতের মূল কারণগুলো মোকাবিলার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এটিকে স্বাগত জানিয়েছে। কাউন্সিল সদস্যরা মধ্যস্থতায় কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আফ্রিকান ইউনিয়ন ও টোগোর ‘মূল ভূমিকা’ পুনর্ব্যক্ত করেছেন। তাঁরা স্বাক্ষরকারীদের ‘স্থায়ী, কার্যকর এবং যাচাইযোগ্য যুদ্ধবিরতি’র প্রতি প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।-এএফপি
অবশিষ্ট প্রটোকল এবং প্রযুক্তিগত ব্যবস্থা চূড়ান্ত করার জন্য ‘সৎ বিশ্বাসে কাজ করার’ আহ্বান জানিয়েছেন। পূর্ব কঙ্গোর নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে কাউন্সিল পুনরায় উদ্বেগ প্রকাশ করেছে। সদস্য রাষ্ট্রগুলোকে সব পক্ষকে বেসামরিক সুরক্ষা নিয়ন্ত্রণকারী বিধানসহ আন্তর্জাতিক আইন সম্পূর্ণরূপে মেনে চলার দাবি জানিয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন এবং মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলেও উল্লেখ করেন। -এএফপি