নেপালে চলতি মাসে হওয়া দুর্নীতিবিরোধী বিক্ষোভে সহিংসতা ও নাশকতার তদন্তে বিচার বিভাগীয় কমিটি করেছে সুশীলা কার্কি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল দেশটির এক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। নিবন্ধনহীন সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা, বিস্তৃত পর্যায়ে ছড়িয়ে পড়া দুর্নীতি ও চাকরির সংকট নিয়ে শুরু হওয়া জেন-জিদের বিক্ষোভ শেষ পর্যন্ত হিমালয়ের দেশটিতে মারাত্মক প্রাণঘাতী সংঘাত উসকে দিয়েছিল। কেপি শর্মা ওলিকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য করা ওই বিক্ষোভ-সহিংসতায় এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট ও পার্লামেন্ট ভবনসহ অসংখ্য মল, বিলাসবহুল হোটেল ও বিক্ষোভকারীদের দৃষ্টিতে ‘দুর্নীতিবাজ রাজনীতিকদের ঘনিষ্ঠ’ বলে পরিচিত ব্যক্তিদের শো-রুমে আগুন দেওয়ার ঘটনাকে ঘিরে ২ হাজারের বেশি আহতও হয়েছে। এসব সহিংসতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি গৌরি বাহাদুর কার্কির নেতৃত্বে তিন সদস্যের একটি বিচার বিভাগীয় কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী রামেশ্বর খানাল। প্রতিবেদন জমা দিতে কমিটিকে তিন মাসের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। ‘বিক্ষোভ চলাকালে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি, উভয় পক্ষের বাড়াবাড়ি এবং কারা আন্দোলন চলাকালে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো কাজে জড়িত ছিল কমিটি তা তদন্ত করে দেখবে,’ বলেছেন খানাল। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি-ও বিক্ষোভে সহিংসতার তদন্ত চেয়েছেন এবং বলেছেন, তার সরকার পুলিশকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করতে বলেনি। বিক্ষোভে ‘বাইরের লোকজন’ ঢুকে পড়েছিল, তাছাড়া ভিড় লক্ষ্য করে যেসব অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে, পুলিশের কাছে সেসব অস্ত্র ছিলই না, বলেছেন তিনি। রবিবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নতুন মন্ত্রী হিসেবে আরও পাঁচজনের নাম ঘোষণা করেছেন বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। এ নিয়ে তার মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়াল ৯-এ। -রয়টার্স
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর