ভারতের গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পলাতক মালিককে থাইল্যান্ডে আটক করা হয়েছে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত হয়েছিলেন। ভারতের রাষ্ট্রদূত নাগেশ সিং বিবিসিকে এই খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, বার্চ বাই রোমিও লেন নামের ওই ক্লাবটির মালিক গৌরব এবং সৌরভ লুতরা। তারা দুর্ঘটনার পর এই সপ্তাহের শুরুতেই থাইল্যান্ডের ফুকেট দ্বীপে পালিয়ে যান।
বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রদূত জানান, তাদের ভারতে ফেরত পাঠানো হবে। এর ঠিক একদিন আগেই দিল্লির একটি আদালত তাদের গ্রেফতারি পরোয়ানা থেকে সুরক্ষা দিতে অস্বীকার করে। গোয়া সরকার তাদের পাসপোর্ট বাতিল করার জন্য ভারতের বিদেশ মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়।
যদিও দুই ভাই জনসমক্ষে কোনো মন্তব্য করেননি। তবে তাদের আইনজীবী আদালতে জানিয়েছেন যে, তাদের বলির পাঁঠা বানানো হচ্ছে।
পর্যটন রাজ্য গোয়ার ব্যস্ত নাইটলাইফ অঞ্চলে গত রবিবার ভোরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ক্লাবের ভেতরে আতশবাজি বা ফায়ারওয়ার্কস ব্যবহারের ফলেই আগুন লাগে। নিহত ২৫ জনের মধ্যে বেশিরভাগই ক্লাবের কর্মী, এছাড়াও পাঁচজন পর্যটকও ছিলেন।
তদন্তকারীরা জানিয়েছেন, আগুনের ঘটনার কয়েক ঘণ্টা পরই তারা লুতরা ভাইদের দিল্লির অবস্থিত বাড়িতে অভিযান চালান। কিন্তু ততক্ষণে তারা দেশ ছেড়ে পালিয়েছেন। এরপর পুলিশ তাদের ট্র্যাক করার জন্য ইন্টারপোলের সাহায্য চায়।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল