যুক্তরাষ্ট্রে ভিসা কড়াকড়ির আরোপের মধ্যে শিক্ষার্থীদের সুখবর দিল ফিনল্যান্ড। উচ্চশিক্ষা নিতে চাওয়া মেধাবী শিক্ষার্থীদের জন্য আবারও সুযোগ দিচ্ছে ইউরোপের দরজা।
ফিনল্যান্ডের নামকরা ইউনিভার্সিটি অব হেলসিঙ্কি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ঘোষণা করেছে মর্যাদাপূর্ণ বৃত্তির। যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে বিদেশে পড়াশোনার চিন্তা করতে পারছেন না, তাদের জন্য এই স্কলারশিপ হতে পারে নতুন বছরের সেরা সুযোগ।
১৬৪০ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব হেলসিঙ্কি ফিনল্যান্ডের সবচেয়ে পুরোনো এবং বিশ্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর একটি। গবেষণা, উদ্ভাবন এবং মানসম্মত শিক্ষার কারণে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে নিয়মিতভাবে শীর্ষে অবস্থান করে প্রতিষ্ঠানটি।
বিশ্ববিদ্যালয়টিকে ভর্তি হলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। স্কলারশিপের আওতায় প্রার্থীরা টিউশন ফি–তে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক টিউশন ফি সাধারণত ১৩ হাজার থেকে ১৮ হাজার ইউরো। তবে স্কলারশিপ পেলে এই খরচ অনেক কমে যাবে। ফলে ইউরোপে মাস্টার্স ডিগ্রী অর্জন হবে আরও সহজ ও সাশ্রয়ী।
তবে স্কলারশিপের জন্য শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে ইইউ/ইইএ–এর বাইরের দেশের নাগরিক হতে হবে। ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা ও রেসিডেন্স পারমিটের শর্ত পূরণ করতে হবে। ভালো ফলসহ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে শিক্ষার্থীর। এছাড়াও ইংরেজি মাতৃভাষা না হলে টোফেল বা আইইএলটিএসের স্কোর জমা দিতে হবে।
অন্যদিকে আবেদনের সময় ব্যাচেলর ডিগ্রি ও ট্রান্সক্রিপ্ট,ইংরেজি ভাষা দক্ষতার সনদ, পাসপোর্টের কপি,হালনাগাদ সিভি থাকতে হবে। হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত পরিসরে মাস্টার্স প্রোগ্রাম রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান ও পরিবেশবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষাবিজ্ঞান, আইন, শিক্ষা ও মনোবিজ্ঞান, কৃষি ও বনবিদ্যা, চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞান। এছাড়া প্রতিটি অনুষদের অধীনে রয়েছে একাধিক বিভাগ, যেখানে শিক্ষার্থীরা নিজের আগ্রহ অনুযায়ী বিষয় বেছে নিতে পারবেন। ১৬ জানুয়ারি ২০২৬ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
বিডি প্রতিদিন/কামাল