আগামীকাল বুধবার থেকে জর্ডান হয়ে ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার ট্রাক আবারও অ্যালেনবি ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইসরায়েল।
অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যকার ইসরায়েল-নিয়ন্ত্রিত সীমান্তের ওই ক্রসিং গত সেপ্টেম্বরে বন্ধ করে দেওয়া হয়।
ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, সমঝোতা ও সরকারি নির্দেশনার ভিত্তিতে বুধবার থেকে অ্যালেনবি ক্রসিং দিয়ে জর্ডান থেকে পশ্চিম তীর এবং গাজা উপত্যকার জন্য পণ্য ও ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গাজামুখী ত্রাণবাহী ট্রাকগুলো কঠোর তল্লাশির পর নিরাপত্তা বাহিনীর পাহারায় গন্তব্যে পৌঁছাবে।
এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যকার একমাত্র আন্তর্জাতিক সংযোগ পথ ‘অ্যালেনবি ব্রিজ ক্রসিং’ বন্ধ করে দেয় ইসরায়েল। এতে ২০ লাখের বেশি ফিলিস্তিনি কার্যত আটকা পড়ে যায়।
ক্রসিং বন্ধ হওয়ায় পশ্চিম তীরে যারা বিদেশ ভ্রমণের প্রস্তুতি নিয়েছিলেন, তারা আটকা পড়েন। অন্যদিকে, যারা বিদেশে আছেন, তারাও আর বাড়ি ফিরতে পারছেন না।
সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত