উত্তর কোরিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরা আর নেই। তিনি ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। খবর মস্কো টাইমসের।
মাতসেগোরাকে সর্বশেষ গত সপ্তাহের মঙ্গলবার দেখা গিয়েছিল। ওইদিন তিনি মস্কোতে কোরিয়ান ভাষার কোর্সে অংশ নেয়া রাশিয়ান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি ছাত্রদের সঙ্গে আলোচনায় এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করছেন।
মাতসেগোরা ২০১৪ সালে উত্তর কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। এর আগে, তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম এশিয়ান বিভাগের উপ-পরিচালক এবং পাঁচ বছর ধরে পিয়ংইয়ংয়ের রাশিয়ান দূতাবাসে কাউন্সেলর-এনভয় হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে বিশিষ্ট অর্ডার অব আলেকজান্ডার নেভস্কি দিয়ে সম্মানিত করেছিলেন প্রেসিডেন্ট পুতিন।
বিডি-প্রতিদিন/শআ