যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাণিজ্য নীতির ফলে দেশটির ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন। সোমবার এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের কৃষকেরা রেকর্ড পরিমাণ ফসল উৎপাদনের চাপের পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চলতি বছর। বিশেষ করে বাণিজ্য আলোচনা স্থবির থাকার মধ্যে চীন শরৎকালে দক্ষিণ আমেরিকার সরবরাহকারীদের কাছ থেকে পণ্য কেনায় সয়াবিন বিক্রি থেকে যুক্তরাষ্ট্রের কৃষকেরা বিলিয়ন বিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক এবং রিপাবলিকান কৃষি-রাজ্যের আইন প্রণেতারা আগামী বছরের চাষের মৌসুমের জন্য বীজ, সার এবং অন্যান্য খরচে কৃষকদের সহায়তা করার জন্য এই সহায়তা চেয়েছে।
এর আগে অক্টোবর মাসে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ১৫০০ কোটি ডলারের একটি কৃষি উদ্ধার প্যাকেজ ঘোষণার প্রত্যাশা করা হচ্ছিল। কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স জানিয়েছিলেন, ৪৩ দিন ধরে চলা ফেডারেল সরকারের শাটডাউন এই প্যাকেজ বাস্তবায়নে বিলম্ব ঘটিয়েছে। সূত্র: বিবিসি, রয়টার্স
বিডি প্রতিদিন/এএম