অস্ট্রেলিয়ার দুই অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে অন্তত ৪০টি ঘরবাড়ি। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৫৯ বছর বয়সী এক দমকলকর্মী।
সোমবার (৮ ডিসেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেসকে এই তথ্য নিশ্চিত করেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রুরাল ফায়ার সার্ভিসের কমিশনার ট্রেন্ট কার্টিন জানান, রোববার রাত নিউ সাউথ ওয়েলসের বুলাহডেলা শহরের কাছে আগুন নেভানোর সময় দমকলকর্মীর ওপর একটি গাছ ভেঙে পড়ে। সাড়ে তিন হাজার হেক্টর বনভূমি পুড়ে যাওয়া এ দাবানলে ধ্বংস হয়েছে আরও চারটি বাড়ি।
কার্টিন বলেন, গুরুতর আহত দমকলকর্মীকে আর বাঁচানো সম্ভব হয়নি। ওই এলাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক দিন সময় লাগবে।
সোমবার নিউ সাউথ ওয়েলসজুড়ে ৫২টি দাবানল জ্বলছিল, যার মধ্যে অন্তত নয়টি ছিল নিয়ন্ত্রণের বাইরে। এ সপ্তাহে এ রাজ্যে প্রায় ২০টি বাড়ি পুড়ে গেছে বলেও জানান তিনি।
তাসমানিয়া রাজ্যের উপকূলীয় অঞ্চল ডলফিন স্যান্ডসেও ভয়াবহ দাবানলে ১৯টি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন কর্মকর্তা ডিক শ। তিনি বলেন, সোমবার আগুন নিয়ন্ত্রণে আসলেও ওই এলাকার সড়ক এখনও বন্ধ রয়েছে, বাসিন্দাদের বাড়ি ফিরে যাওয়া নিরাপদ নয়।
বিডি-প্রতিদিন/সুজন