চলামান যুদ্ধ বিরতির মধ্যেও বেশ কয়েকবার গাজায় হামলা চালিয়ে দখলদার ইসরাইল। এর মধ্যে খবর বের হয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে গোপন বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
ইসরায়েলি গণমাধ্যম স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) দাবি করেছে, প্রায় এক সপ্তাহ আগে নেতানিয়াহু ও ব্লেয়ারের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। মূলত গাজায় যুদ্ধোত্তর পরিস্থিতি অর্থাৎ ‘দ্য ডে-আফটার’ ব্যবস্থা নিয়ে আলাপের অংশ ছিল এই বৈঠক।
তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর গোপন এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান-কে জানিয়েছে, টনি ব্লেয়ার গাজা উপত্যকার নির্দিষ্ট কিছু এলাকায় প্রশাসনিক দায়িত্ব গ্রহণে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে যুক্ত করার একটি উদ্যোগে কাজ করছেন ব্লেয়ার। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালুর প্রস্তাব আছে। সফল হলে পরবর্তীতে তা স্থায়ী হতে পারে।
কান আওর বলছে, এই পরিকল্পনা ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভেতরে কাঠামোগত সংস্কারের শর্তে এগোবে। সম্প্রচারমাধ্যমটি আরও জানিয়েছে, গত কয়েক দিনে ইসরায়েলের নিরাপত্তা নীতি-নির্ধারকরা প্রস্তাবটি নিয়ে আলোচনা করলেও সরাসরি নাকচ করেননি। পাশাপাশি ব্লেয়ার পরিকল্পনাটিকে এগিয়ে নিতে কয়েকটি আরব দেশের সঙ্গেও যোগাযোগ রাখছেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা প্রশাসনে নেতৃত্ব দিতে পারেন এমন একটি পরিষদ গঠনের উদ্যোগে টনি ব্লেয়ারের নামও আলোচনায় এসেছে। সেই প্রেক্ষাপটেও নেতানিয়াহুর সঙ্গে তার এই গোপন বৈঠকটি বেশ গুরুত্ব পাচ্ছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। টানা দুই বছরের বর্বর এই আগ্রাসনে ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭১ হাজার মানুষ। এরপর গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরায়েলি এই আগ্রাসন আপাতত বন্ধ হয়।
তবে মার্কিন মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাও ঘটছে প্রায় প্রতিদিনই। ইসরায়েলের পক্ষ থেকে হওয়া এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় নিয়মিতভাবেই ঘটছে প্রাণহানি।
বিডি প্রতিদিন/কামাল